আমুদরিয়া নিউজ: বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের রহস্যমৃত্যু। বুধবার নিউটাউনে সাপুরজির আবাসন থেকে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় নিউটাউনের বেসরকারি হাসপাতালে। সেখান থেকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে, মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দেহটি ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। এদিকে জানা যাচ্ছে সৃঞ্জয়ের গলায় একটি ক্ষতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে তিনি আত্মঘাতী হয়েছেন বলে অনুমান করা হচ্ছে।
তবে আসল কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। পেশায় আইটি কর্মী সৃঞ্জয় ওরফে প্রীতম সল্টলেকের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন। এপ্রিল মাসে বিজেপি নেতা দীলিপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের বিয়ে হয়। রিঙ্কুর প্রথম পক্ষের সন্তান সৃঞ্জয়। মায়ের দ্বিতীয় বিয়ে মেনে নিয়েছিলেন তিনি। সংবাদমাধ্যমে মায়ের নতুন জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছিলেন। মায়ের বিয়ের ২৫ দিনের মাথায় সেই যুবকের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য।