আমুদরিয়া নিউজ: গতকালই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মঙ্গলবার স্ত্রী অনুষ্কা শর্মা এবং দুই ছেলেমেয়েকে নিয়ে বৃন্দাবনে হাজির হলেন বিরাট কোহলি। এদিন বৃন্দাবন ধামে পৌঁছে আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করেন দু’জনে। আশীর্বাদ নেন। মাঝে মধ্যেই কোহলি এবং তাঁর পরিবার বৃন্দাবনে যান। এর আগেও বিভিন্ন ধর্মস্থানে দেখা গিয়েছে তাঁদের। ২০১১ সালে টেস্টে অভিষেক হয়েছিল কোহলির। দেশের হয়ে খেলেছেন ১২৩ টেস্ট। রান ৯২৩০। ৩০টি শতরান রয়েছে তাঁর ঝুলিতে। সর্বোচ্চ ২৫৪ অপরাজিত। টেস্ট ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে চতুর্থ স্থানে আছেন বিরাট। শীর্ষে শচীন (১৫৯২১ রান)। দুই ও তিনে আছেন রাহুল দ্রাবিড় (১৩২৬৫ রান), সুনীল গাভাসকার (১০১২২ রান)।