আমুদরিয়া নিউজ: ভেজাল মদ খেয়ে পাঞ্জাবে মৃত্যু হল ১৫ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১০ জন। সোমবার রাতে পাঞ্জাবের অমৃতসরের মজিথা এলাকার ঘটনা। অমৃতসরের পুলিশ সুপার (গ্রামীণ) মণীন্দ্র সিং জানান, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ খবর আসে, মাজিতা এলাকায় একের পর এক বাসিন্দা ভেজাল মদ খেয়ে অসুস্হ হয়ে পড়ছেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখা হয়। অসুস্হদের হাসপাতালে মিয়ে যাওয়া হলে তাঁদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়। এই ঘটনায় মদের কারবারি-সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। ধৃতেরা হলেন, কুলবীর সিংহ, সাহিব সিংহ, গুর্জন্ত সিংহ এবং নিন্দের কউর।
