আমুদরিয়া নিউজ: চলতি বছরে নির্ধারিত সময়ের আগেই দেশে ঢুকতে পারে বর্ষা। শনিবার তেমনই পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় মৌসম ভবন। বলা হয়েছে, ২৭ মে কেরল উপকূলে পৌঁছোতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এই মৌসুমি বায়ুর জন্যই বর্ষার বৃষ্টি শুরু হয় দেশের নানা প্রান্তে।আবহবিজ্ঞানীরা জানিয়েছেন, সম্ভাবনা অনুসারে বর্ষা যদি সত্যিই ২৭ মে ভারতে ঢুকে পড়ে, তবে ১৬ বছর পর এই প্রথম এত দ্রুত মৌসুমি বায়ু ঢুকবে কেরলে।
এর আগে ২০০৯ সালে ২৩ মে বর্ষা ঢুকেছিল কেরলে। শনিবার কেন্দ্রের ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব এম রবিচন্দ্রন এও জানিয়েছেন, ভারতে এ বার স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেশে ১০৫ শতাংশ বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন রাজ্যে এখন চলছে গরমের দাপট। সেখানে তাপমাত্রার পারদ অনেকটাই চড়া। তবে যদি বর্ষা আগে প্রবেশ করে তাহলে তাপমাত্রার পারদ অনেকটাই নিচের দিকে থাকবে।