আমুদরিয়া নিউজ: ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পালটা ‘অপারেশন বুনিয়ান-আন-মারসুস’ (বুনিয়ান মারসুস) ঘোষণা করল পাকিস্তান। পাক সেনা এবং পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যমকে উল্লেখ করে এই তথ্য দিয়েছে বিদেশি সংবাদমাধ্যম আল জাজিরা। ওই বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘বুনিয়ান মারসুস’ বা ‘বুনিয়ান আন মারসুস’ একটি আরবি শব্দ। যার অর্থ অটুট কাঠামো।
কয়েকটি সূত্রে দাবি, ‘বুনিয়ান-আন-মারসুস’ নামের অর্থ ‘অভেদ্য দুর্গ’। এই ধরনের নামকরণের মাধ্যমে সে দেশের সেনা ও দেশবাসীর মনোবল বাড়াতে চাইছে পাকিস্তান এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে শনিবার ভোর থেকে ভারতে হামলা চালাচ্ছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘বুনিয়ান-আন-মারসুস’। পাক সেনার বক্তব্য, ভারতের হামলার পর প্রত্যাঘাত আবশ্যিক ছিল। সেই কারণেই এই আক্রমণ। পাকিস্তানের গোলাবর্ষণে রজৌরিতে সরকারি আধিকারিক-সহ তিন জনের মৃত্যু হয়েছে। পাক গোলা এসে পড়েছে জম্মুর শম্ভু মন্দিরেও।