আমুদরিয়া নিউজ: কেন্দ্রের নয়া শিক্ষানীতি চাপিয়ে দেওয়া যাবে না কোনও রাজ্যের উপর! শুক্রবার এক মামলায় এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়াল এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ। কেন্দ্রের নির্দেশে দেশের অনেক রাজ্যে নতুন শিক্ষানীতির বাস্তবায়ন হলেও পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরলের মতো অবিজেপি দল শাসিত রাজ্যগুলি তা নিয়ে আপত্তি তোলে।
কেন তারা কেন্দ্রের নির্দেশ মানছে না, সেই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন জিএস মানি নামে এক আইনজীবী। তাঁর বক্তব্য ছিল, কেন্দ্রের নতুন শিক্ষানীতির বাস্তবায়ন ঘটাতে রাজ্যগুলি সাংবিধানিক ভাবে বাধ্য। তাই সুপ্রিম কোর্ট যেন রাজ্যগুলিকে জাতীয় শিক্ষানীতি মানতে বলে। যদিও সেই আবেদন খারিজ করে শীর্ষ আদালত জানিয়েছে, জাতীয় শিক্ষানীতি গ্রহণ করার জন্য কোনও রাজ্যকে বাধ্য করতে পারে না তারা।