আমুদরিয়া নিউজ: ভারত–পাক সংঘর্ষের আবহে আপাতত স্থগিত হয়ে যাচ্ছে আইপিএল। গতকাল ধর্মশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছিল। তড়িঘড়ি দর্শকদের মাঠ থেকে বার করে দেওয়া হয়েছিল। তখন থেকেই জল্পনা চলছিল ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে স্হগিত করা হতে পারে আইপিএল। তার পরেই আইপিএল গভর্নিং কাউন্সিলের জরুরি বৈঠক ডাকা হয়। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় আইপিএল আপাতত স্থগিত করে দেওয়া হবে। আইপিএলে এখনও লিগ পর্বে ১২টি ম্যাচ বাকি। সেই সঙ্গে বৃহস্পতিবার পঞ্জাব-দিল্লি ম্যাচটি বাতিল হলেও তার পয়েন্ট ভাগ করে দেওয়া হয়নি। বোর্ড যদি পরে আইপিএল আবার আয়োজন করে, তা হলে এই ম্যাচটিও হতে পারে। সেই সঙ্গে প্লে-অফের চারটি ম্যাচ রয়েছে। সেই সব ম্যাচ কবে কীভাবে আয়োজন করা হবে, তা নিয়ে আলোচনা চালাচ্ছে বোর্ড।