আমুদরিয়া নিউজ: এবার কলকাতা বিমানবন্দরে জারি হল হাই অ্যালার্ট। বাতিল করে দেওয়া হয়েছে সিআইএসএফের সমস্ত কর্মীদের ছুটি। যারা ছুটিতে ছিলেন, তাদেরও ফিরে আসতে বলা হয়েছে। শুধু তাই নয় বিমানবন্দরে যাত্রীদের নামিয়েই তৎক্ষণাৎ বেরিয়ে যেতে হবে গাড়িকে। প্রবেশ ও বেরনোর গেটের বাইরে বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখা যাবে না চারচাকা, বাইক-সহ কোনও গাড়ি। যাত্রীদের উড়ানের ৩ ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছতে বলা হয়েছে। দেড় ঘণ্টা আগেই গেট বন্ধ করে দেওয়া হবে।
গতকালই যাত্রীদের সুরক্ষা নিয়ে সিআইএসএফের ডিআইজি বিমানবন্দর কর্তৃপক্ষের ডিরেক্টর ও বিভিন্ন এয়ারলাইন্সের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে নিরাপত্তা বাড়ানো হল লালকেল্লা, কুতুব মিনারের। সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। জম্মু ও শ্রীনগরেও চলছে কড়া নজরদারি, নাকা চেকিং।