আমুদরিয়া নিউজ: দেশের বর্তমান পরিস্থিতিতে কেউ যেন কালোবাজারি না করে তা নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন তিনি। মমতা সাফ জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে কালোবাজারি করে কেউ যেন দাম না বাড়ায়।
তাঁর সতর্কবার্তা, ”যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে সবাইকে বলছি, নিজেদের ভাণ্ডার প্রস্তুত রাখতে। হয়ত ভাবছেন যে কাশ্মীরের উপর দিয়ে সব যাবে। কিন্তু তা নয়। আমাদেরও সমস্যা হতে পারে। তাই সতর্ক থাকতে হবে। এই পরিস্থিতির সুযোগে কেউ যেন কালোবাজারির চেষ্টা না করে। এসব এখন বরদাস্ত করা হবে না। বাজারে জিনিসপত্রের দাম হুট করে বাড়িয়ে দেবেন না কেউ। সরকার সর্বদা নজর রাখবে।”
বাজারে মাছ-মাংসের দামও নিয়ন্ত্রণে রাখতে হবে বলে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “দেশটাকে নিজের বাড়ির মতো করে ভাবতে হবে। সবাই নিজের ঘর মনে করে, দেশটাকে নিজের মনে করে নজর রাখুন। এই পরিস্থিতিতে রাজ্যে যদি কোনও কালোবাজারির খবর আসে, তাহলে সব বাজেয়াপ্ত করবে সরকার।”