আমুদরিয়া নিউজ: অপারেশন সিঁদুর অভিযানে নিহত ১৯৯৯ সালে কাঠমাণ্ডু থেকে দিল্লিগামী আইসি ৮১৪ বিমান অপহরণের ঘটনার মূলচক্রী কুখ্যাত সন্ত্রাসবাদী আব্দুল রউফ আজহার। জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারের ভাই রউফ। ভারতের বুকে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সে ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গিদের তালিকায় ছিল।
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, জইশ-ই-মহম্মদের কমান্ডার আবদুল রউফ আজহার পাক পাঞ্জাবের বাহাওয়ালপুর জঙ্গি ঘাঁটি নিকেশের সময়ই খতম হয়ে গিয়েছে। ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর আব্দুল সহ পাঁচ জঙ্গি আইসি-৮১৪ বিমান অপহরণ করেছিল। মূলত মাসুদ আজহার আলভি সহ তিন কুখ্যাত জঙ্গিনেতার মুক্তির দাবিতেই বিমানটি অপহরণ করা হয়েছিল। ওই বিমানে মোট ১৭৯ জন যাত্রী এবং ১১ জন বিমানকর্মী ছিলেন। অমৃতসর, লাহোর এবং দুবাই হয়ে অবশেষে বিমানটি আফগানিস্তানের কান্দাহারে থামানো হয়। বাধ্য হয়ে জইশ-ই-মহম্মদের প্রতিষ্ঠাতা ও মুম্বই হামলার অন্যতম চক্রী মাসুদ আজহার, মুস্তাক আহমেদ জরগার ও ওমর সইদ শেখের মতো তিন কুখ্যাত জঙ্গিকে মুক্তি দিয়েছিল ভারত।
কান্দাহার বিমান ছিনতাইয়ের ঘটনা ছাড়াও আবদুল রউফ আজহার ২০০১ সালের সংসদে হামলা, ২০০৩ সালের নাগরোটা সেনা শিবিরে হামলা, ২০১৯ সালের পুলওয়ামায় জঙ্গি হানার চক্রী ছিল। কয়েক দশক ধরেই ভারতীয় গোয়েন্দা বাহিনী রউফকে খতম করার সুযোগের অপেক্ষায় ছিল। অবশেষে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে রউফের মৃত্যু হয়েছে বলেই দাবি করা হচ্ছে বিভিন্ন সূত্রে।