আমুদরিয়া নিউজ: ভারতের ১৫ শহরের সেনা ছাউনিকে হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তান। কিন্তু ভারতীয় সেনার তৎপরতায় তা ব্যর্থ হল। উল্টে পাকিস্তানেরই কয়েকটি জায়গার ‘এয়ার ডিফেন্স রাডার সিস্টেম’ ধ্বংস করে দিয়েছে ভারত। বৃহস্পতিবার বিবৃতি জারি করে এ কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। টার্গেট করা হয়েছিল শ্রীনগর, পাঠানকোট, চণ্ডীগড়, ভাটিন্ডা, আদমপুর, লুধিয়ায়ানা, অবন্তীপোরা, জম্মু, জলন্ধর, অমৃতসর, কপুরতলা, নাল, ফলোরি, উত্তরলই, ভুজ।
বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে পাকিস্তান মূলত ড্রোন এবং মিসাইলের মাধ্যমে এই হামলা চালায়। কিন্তু আগাম হামলার আঁচ পেয়ে সতর্ক হয়ে যায় ভারতীয় সেনা। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পাক হামলার ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়। রাশিয়া থেকে কেনা এস-৪০০ অ্যান্টি মিসাইল সিস্টেম পাক মিসাইলগুলিকে ধ্বংস করে। পাকিস্তানের রেডার সিস্টেমও ধ্বংস করা হয়েছে।