আমুদরিয়া নিউজ: এবার বালোচিস্তানে পাক সেনার উপর জোড়া হামলা চালাল বালোচিস্তান লিবারেশন আর্মি। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৪ জন পাক সেনার। সূত্রের খবর, বুধবার প্রথমে বোলানের শোরকান্ডে পাক সেনার কনভয়ে আইইডি বিস্ফোরণ ঘটায় বিএলএ-র স্পেশাল ট্যাকটিকাল অপারেশনস স্কোয়াড। তাতে ১২ পাক সেনার মৃত্যু হয়। মৃতদের মধ্যে পাক সেনার স্পেশাল অপারেশনস কমান্ডার তারিক ইমরান এবং সুবেদার উমর ফারুকও রয়েছেন।
অন্যদিকে, বুধবার দুপুরেও কেচের কুলাগ তিগরানে অপর একটি হামলা চালিয়েছে বিএলএ। সেখানে আইইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছে দুই পাক সেনার। এদিকে হামলার দায় স্বীকার করেছে বালোচ বিদ্রোহীরা। বিএলএ-র মুখপাত্র জেয়নাদ বালোচ বলেন, “পাক সেনা তার কৌলিন্য হারিয়েছে। সশস্ত্র গুণ্ডাবাহিনীতে পরিণত হয়েছে। বালোচদের জমি দখলের চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে অপারেশন চলবে। হামলার তীব্রতা আরও বাড়বে।”