আমুদরিয়া নিউজ: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন রোহিত শর্মা। এ বার থেকে ভারতের হয়ে শুধু এক দিনের ক্রিকেট খেলবেন রোহিত। ইনস্টাগ্রামে চার লাইনের একটি বিবৃতি দিয়ে রোহিত লিখেছেন, “সকলকে জানাতে চাই যে, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশের হয়ে খেলা আমার কাছে গর্বের। এত বছর ধরে এত ভালবাসা ও সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ। এক দিনের ফরম্যাটে ভারতের হয়ে খেলা চালিয়ে যাব।”
টেস্ট ম্যাচে রোহিত শর্মার ফর্ম নিয়ে বহু দিন ধরেই সমালোচনা চলছিল। ২০২৪ সালে ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডের কাছে টেস্ট সিরিজ়ে হার, তার পর বর্ডার গাভাসকর ট্রফিতে হারের ফলে রোহিতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছিল। এই প্রথমবার ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে পারেনি। ফর্ম এতটাই খারাপ ছিল যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির একটি ম্যাচে রোহিত নিজেকেই বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় থেকেই রোহিতের অবসরের জল্পনা শুরু হয়েছিল। এদিকে আইপিএলের পরেই ইংল্যান্ড সফরে যাবে ভারত। শোনা যাচ্ছিল, ইংল্যান্ড সিরিজ়ের আগে রোহিতকে টেস্টের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। সেই জল্পনার মাঝেই অবসর নিলেন তিনি।