আমুদরিয়া নিউজ: তেলেঙ্গানা-ছত্তিশগড় সীমানায় নিরাপত্তারক্ষী বাহিনীর এনকাউন্টারে নিহত হল ২২ মাওবাদী। ছত্তিশগড়ের বিজাপুর জেলার ঘন জঙ্গলে এদিন গুলির লড়াই চলে নিরাপত্তাবাহিনী ও মাওবাদীদের মধ্যে। তেলঙ্গানার সীমান্তবর্তী ওই জেলায় ‘অপারেশ সংকল্প’-তে টানা এনকাউন্টারে নিহত হয় মাওবাদীরা। এদিনের অভিযানের পর নিরাপত্তরক্ষী বাহিনীর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “তীব্র গরমে জঙ্গল-পাহাড় ঘেরা দুর্গম এলাকায় অভিযান চালানো কঠিন বিষয়। তার উপর পদে পদে ছিল মাইন পোতা। তারপরেও নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হয়নি। ২২ মাওবাদী নিহত হয়েছে।” গত ২১ এপ্রিল মাওবাদীদের বিরুদ্ধে তিন রাজ্য ছত্তিশগড়, মহারাষ্ট্র ও তেলেঙ্গানা সীমানা ঘেঁষা পাহাড় ও জঙ্গলে সবথেকে বড় অভিযান শুরু হয়েছে। ১০০০ মাওবাদীকে ধরতে নামানো হয়েছে প্রায় ২০ হাজার যৌথ বাহিনী। সেই অভিযানেই কাররেগুট্টা পাহাড়ে নিহত হল ২২ মাওবাদী।
