আমুদরিয়া নিউজ: মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটিতে ভারত প্রত্যাঘাত করেছে। বেশ কয়েকজন জঙ্গির মৃত্যু হয়েছে। দেখে নেওয়া যাক ভারতের এই সার্জিকাল স্ট্রাইকের পর কী প্রতিক্রিয়া বিভিন্ন দেশের।
চিনের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ভারত যে সেনা অভিযান চালিয়েছে, তা দুঃখজনক। বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন চিন। চীন সকল ধরণের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। দু’পক্ষের কাছেই আবেদন, বৃহত্তর স্বার্থে, শান্তি ও স্থিতিশীলতার জন্য সংযত থাকুন, এমন কিছু করবেন না, যাতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায়, ‘এটা লজ্জাজনক। আমি চাই দু’দেশের এই সংঘাত তাড়াতাড়ি থামুক। অনেকদিন ধরে ওরা লড়াই করছে’।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তারা ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাতের বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। রাশিয়া এও বলেছে যে তারা সকল ধরণের সন্ত্রাসবাদের নিন্দা করে।
সংযুক্ত আরব আমিরশাহির উপ-পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বিবৃতিতে জানিয়েছেন, ‘সংযুক্ত আরব আমিরশাহী ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শন, উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির জন্য উত্তেজনা প্রশমন করতে আহ্বান জানাচ্ছে।’
ভারত ও পাকিস্তান উভয়কেই উত্তেজনা এড়াতে এবং নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখে পরমাণু শক্তিধর দুই দেশকে সংযমী হবার আবেদন জানাল ফ্রান্স।
ভারতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূত রেউভেন আজার অপারেশন সিঁদুর নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টে লেখেন, ‘ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে ইজরায়েল। জঙ্গিদের জানতে হবে, যে নৃশংস অপরাধ তারা করেছে, তারপর পালানোর আর কোনও জায়গা নেই।’
ভারতের পাশে দাঁড়িয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পানামাও। এক বিবৃতি দিয়ে তারা বলেছে, এই মর্মান্তিক ক্ষতি (পহেলগাঁও জঙ্গি হামলা) এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান লড়াইয়ে ভারতের সাথে একাত্মতা প্রকাশ করছি আমরা।
অপারেশন সিঁদুর’ নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ। মহাসচিব অ্যান্টনিয়ো গুতেরেসের মুখপাত্র জানিয়েছেন, ‘‘নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্তে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব অত্যন্ত উদ্বিগ্ন। তিনি দুই দেশের কাছে সর্বোচ্চ সংযমের আবেদন জানিয়েছেন। ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনও সামরিক সংঘাতের ভার এই বিশ্ব এখন বইতে পারবে না।’’