আমুদরিয়া নিউজ: কীভাবে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে ভারত প্রত্যাঘাত হেনেছে, সাংবাদিক বৈঠকে তার ব্যাখ্যা দিলেন সেনাকর্তারা। উপস্হিত ছিলেন বিদেশ সচিব বিক্রম মিসরি ছাড়াও দুই মহিলা আধিকারিক উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি। বিদেশসচিব বিক্রম মিস্রী জানান, মুম্বই হামলার পর পহেলগাঁওয়ের ঘটনা সবচেয়ে বড় জঙ্গি হামলা। ২৩ এপ্রিলই প্রত্যাঘাতের সিদ্ধান্ত হয়ে যায়। পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, ঠিক করে নেয় দেশ। তার জন্য সমস্ত তথ্য জোগাড় করেই পাল্টা হামলার ছক করে সেনা।
অন্যদিকে বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলিতেই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দুই মহিলা সেনাকর্তা। একই সঙ্গে বলা হয়েছে পাকিস্তানের কোনও সেনাঘাঁটি বা সাধারণ নাগরিককে টার্গেট করা হয়নি। দুই মহিলা সেনাকর্তা ব্যোমিকা, সোফিয়ারা জানান, নির্ভুলভাবে ৯টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। দুই মহিলা সেনাকর্তা এদিন এয়ারক্র্যাফ্ট থেকে তোলা প্রত্যাঘাতের ছবি প্রকাশ্যে আনেন।