আমুদরিয়া নিউজ: পহেলগাঁও কাণ্ডের জবাবে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জায়গায় আঘাত হেনে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের মধ্যে বিনা প্ররোচনায় সীমান্তে গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান সেনা। পাকিস্তানের এই হামলায় জম্মু ও কাশ্মীরে এক মহিলা সহ তিন জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে ভারতীয় সেনার তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে। মৃতদের নাম মহম্মদ আদিল, সেলিম হুসেন এবং রুবি কৌর। জানা যাচ্ছে কুপওয়ারাতেও গুলি চালায় পাক সেনা। কুপওয়ারার সালামাবাদ গ্রামে পাক সেনার গুলিতে কমপক্ষে পাঁচজন সাধারণ নাগরিক জখম হয়েছেন। একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও।
