আমুদরিয়া নিউজ: মনুস্মৃতি নিয়ে সংসদে বিতর্কিত মন্তব্যের জেরে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কারের ঘোষণা করলেন জ্যোতিরমঠের শংকরাচার্য অভিমুক্তেশ্বরানন্দ। শংকরাচার্য ঘোষণা করেছেন, রাহুল গান্ধীকে হিন্দু ধর্মাবলম্বী হিসেবে মানা হবে না। ঘটনার সূত্রপাত মাস তিনেক আগে। মনুস্মৃতি নিয়ে সংসদে বিতর্কিত মন্তব্য করেছিলেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেছিলেন, এই বইটি ধর্ষকদের রক্ষা করে।
তাঁর এই বক্তব্যের পরই বিতর্কের আগুন ছড়িয়ে পড়ে। রাহুলের আচরণ হিন্দু-বিরোধী দাবি করে, ওই মন্তব্যের ব্যাখ্যা চেয়েছিলেন শঙ্করাচার্য। কিন্তু রাহুল গান্ধী তাঁকে কোনও জবাব দেননি, নিজের বক্তব্যের জন্য ক্ষমাও চাননি। এবার রাহুলকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কারের ঘোষণা করলেন শংকরাচার্য। তাঁর কথায় রাহুল গান্ধী হিন্দু ধর্মের বিরুদ্ধে কাজ করে চলেছেন যার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শংকরাচার্য ঘোষণা করেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, রাহুল গান্ধীকে কোনও মন্দিরে ঢুকতে দেওয়া হবে না। পুরোহিতরা তাঁর জন্য পুজোও করবেন না।’ যদিও হিন্দুধর্ম থেকে কোনও ব্যক্তিকেই বহিষ্কার করার ক্ষমতা শঙ্করাচার্য বা অন্য কারও আছে কি না, সেই প্রশ্ন উঠেছে।