আমুদরিয়া নিউজ: মাত্র দুটি ম্যাচ খেলেই আইপিএল ছেড়ে হঠাৎই দেশে ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাডা। গুজরাট টাইটান্স বিবৃতি দিয়ে জানায়, ব্যক্তিগত কারণেই দেশে ফিরতে হয়েছিল তাঁকে। কিন্তু আসল কারণটা এদিন নিজেই জানিয়েছেন দক্ষিণ আফ্রিকান তারকা। ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ আসায় সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন রাবাডা। শনিবার নিজেই ‘ভুল’ স্বীকার করেছেন তিনি।
রাবাডা জানিয়েছেন, তিনি বিনোদনমূলক ড্রাগ সেবন করেছিলেন। কোনও ক্রীড়াবিদেরই এই ওষুধ গ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে। বিজ্ঞপ্তি জারি করে এদিন সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন রাবাডা। প্রোটিয়া তারকা জানিয়েছেন, ভবিষ্যতে কখনওই ক্রিকেটকে হালকাভাবে নেবেন না। রাবাডা কবে আইপিএল খেলতে গুজরাট টাইটান্স শিবিরে ফিরবেন, তা স্পষ্ট নয়।