আমুদরিয়া নিউজ: এবার শিরডির সাঁই বাবা মন্দিরে হামলার হুমকি। বোমা মেরে মন্দির উড়িয়ে দেওয়া হবে বলে শুক্রবার সকালে ইমেল আসে। অজানা ওই ইমেল আইডি থেকে মেল করে বলা হয়, শিরিডির সাঁই বাবার মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। ইমেল পেতেই পুলিশে খবর দেওয়া হয়। ছড়ায় আতঙ্কও। এরপরই মন্দিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
জানা গিয়েছে, মন্দিরে আসা ভক্তদের স্ক্রিনিং করে তবেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। যাবতীয় সিসিটিভির উপরও কড়া নজর রাখা হচ্ছে। বলা হয়েছে, যে কোনও রকম সন্দেহজনক গতিবিধি দেখলেই পদক্ষেপ করা হবে। কে, কোথা থেকে হুমকি ইমেলটি পাঠিয়েছে, তার উৎস খোঁজার চেষ্টা করছে পুলিশ। এর আগেও শিরডি সাঁই বাবা মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি এসেছিল। কিন্তু সেগুলো সবই ছিল ভুয়ো।