আমুদরিয়া নিউজ: সিন্ধু জলবণ্টন চুক্তি অনুযায়ী পাকিস্তান প্রাপ্য জল আটকাতে ভারত সিন্ধু নদের উপর কোনও বাঁধ তৈরি করলে তা গুঁড়িয়ে দেওয়া হবে। এমনটাই জানালেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যুর পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছে ভারত। স্থগিত করা হয়েছে সিন্ধু জলবণ্টন চুক্তি। ওই চুক্তি অনুসারে, সিন্ধু নদ এবং তার পশ্চিম তীরের উপনদীগুলির জল পায় পাকিস্তান। এই সিন্ধু নদের জলেই পাকিস্তানের ৮০ শতাংশ কৃষিকাজ হয়ে থাকে। ভারত চুক্তি স্থগিত করার কথা জানালে জল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে পাকিস্তানে।
কারণ এই নদীগুলির উৎস ভারতেই। চুক্তি না মানলে বাঁধ দিয়ে জল আটকাতে পারে নয়াদিল্লি। এই প্রসঙ্গে পাক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেন, ‘‘সিন্ধু সিস্টেমের নদীগুলির উপর কোনও বাঁধ তৈরি করে জল আটকানো হলে তা চুক্তির শর্ত লঙ্ঘন হিসাবে দেখা হবে। সে ক্ষেত্রে তা হবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সরাসরি আগ্রাসন। ভারত এমন কিছু করলে আমরা যে কোনও নির্মাণ গুঁড়িয়ে দেব।’’