আমুদরিয়া নিউজ: ফের কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কেআইআইটি)-র হস্টেল থেকে এক নেপালি ছাত্রীর (২০) ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃত ওই ছাত্রী কম্পিউটার বিজ্ঞান শাখার স্নাতক স্তরের প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন। এই নিয়ে গত তিন মাসে দ্বিতীয় নেপালি পড়ুয়ার মৃত্যু হল কলিঙ্গ বিশ্ববিদ্যালয়ে। কী কারণে ওই তরুণীর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ ওই ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পায় অন্য ছাত্রীরা। দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতেও এক ছাত্রীর দেহ উদ্ধার হয়েছিল হস্টেলের ঘরে। সেই ঘটনাও তীব্র উত্তেজনা ছড়িয়েছিল। সেই ঘটনার মাত্র আড়াই মাসের ব্যবধানে ফের এক ছাত্রীর দেহ উদ্ধার হল ওই প্রতিষ্ঠানের হস্টেল থেকে। বিশ্ববিদ্যালয়ে নেপালি পড়ুয়ার সংখ্যা প্রায় হাজার খানেক।