আমুদরিয়া নিউজ: আর কোনও জনস্বার্থ মামলা শুনবেন না কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা হাইকোর্ট। তাতে বলা হয়েছে, ২০২১ সালের পর থেকে দায়ের হওয়া কোনও জনস্বার্থ মামলার শুনানি প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানমের এজলাসে শোনা হবে না। ওই সব জনস্বার্থ মামলার শুনানির জন্য পাঠানো হয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে।
এদিকে, এই বিজ্ঞপ্তি দেখে আইনজীবিদের একাংশ বলছেন, কলকাতা হাইকোর্টের ইতিহাসে এমন ঘটনা নজির বিহীন। তবে হাইকোর্ট সূত্রে খবর, এটা সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত। কোন মামলার বিচার কোথায় হবে, তা ঠিক করেন হাইকোর্টের প্রধান বিচারপতি।প্রসঙ্গত, জনস্বার্থ মামলা ছাড়াও পুলিশের নিষ্ক্রিয়তা এবং অতিসক্রিয়তার অভিযোগে দায়ের হওয়া সব মামলাও ছেড়ে দিল প্রধান বিচারপতি শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। পুলিশ সংক্রান্ত ওই সব মামলাও অন্য বেঞ্চে পাঠালেন প্রধান বিচারপতি। এ বার থেকে ওই সব মামলা শুনবে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।