আমুদরিয়া নিউজ: রাজস্থানের আজমেরের হোটেলে বিধ্বংসী আগুন লেগে মৃত্যু হল চারজনের। আহত বেশ কয়েকজন। আজমেরের ডিগ্গি মার্কেটের নাজ হোটেলে বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ আগুন লাগে। প্রথমেই আশেপাশের স্থানীয় বাসিন্দারা কালো ধোঁয়া দেখতে পান। সেই সময়ে ভিতরে ছিলেন অনেকে।
লেলিহান শিখা দ্রুত হোটেলটির অন্য অংশে ছড়িয়ে পড়ে। এরপরই প্রাণ বাঁচাতে জানলা দিয়ে ঝাঁপ দিতে শুরু করেন একের পর এক মানুষ। কিন্তু লাফ মারার পরই এক কিশোর-সহ চার জনের মৃত্যু হয়। আহত হন আরও কয়েক জন। আট জন আগুনে ঝলসে গিয়েছেন। তাদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল বলে মনে করা হচ্ছে।