আমুদরিয়া নিউজ: সস্ত্রীক দিঘার জগন্নাথ মন্দিরের পৌঁছলেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জগন্নাথ মন্দিরে পৌঁছন দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন স্ত্রী রিঙ্কু মজুমদার। পুজো দিয়ে গোটা মন্দির ঘুরে দেখেন তাঁরা। এরপর মন্দির লাগোয়া অতিথি নিবাসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় দিলীপ ঘোষের। মন্দিরের খুঁটিনাটি থেকে তীব্র গরম সব কিছু নিয়ে কথাবার্তা হয় মমতা ও দিলীপের। যদিও দিলীপের এই জগন্নাথ দর্শনকে ভালোভাবে নেয়নি গেরুয়া শিবির।