আমুদরিয়া ডেস্ক: ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। মৃত ২৬ জনের মধ্যে ৬ জন মহারাষ্ট্রের বাসিন্দা।সেই ঘটনায় মৃত রাজ্যবাসীর পরিবারের পাশে দাঁড়াল মহারাষ্ট্র সরকার। মঙ্গলবার দেবেন্দ্র ফড়ণবিস সরকারের তরফে ঘোষণা করা হয়েছে পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় নিহত ছয় রাজ্যবাসীর পরিবারকে ৫০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।
একইসঙ্গে পরিবারের একজনকে সরকারি চাকরি ও মৃতের সন্তানের পড়াশুনোর পুরো খরচ সরকার বহন করবে। অসহায় পরিবারগুলির পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস বলেন, “এই আর্থিক সহায়তার মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে সরকার সম্পূর্ণরূপে ওই পরিবারগুলির পাশে রয়েছে।” এদিকে মঙ্গলবারই পহেলগাঁও হামলার এক সপ্তাহ পূর্ণ হয়েছে। যদিও এখনও অধরা ২৬ জনকে নির্মমভাবে হত্যা করা জঙ্গিরা। কাশ্মীরে বেশ কয়েকটি অভিযান ও ধরপাকড় চালিয়েও হামলায় মূল অভিযুক্তদের এখনও গ্রেপ্তার বা নিকেশ করা যায়নি।