আমুদরিয়া নিউজ : ২০২৫ সালের ২০ এপ্রিল মিশরের কায়রোতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আফ্রিকান স্পেস এজেন্সি (এএফএসএ)। এটি আফ্রিকা মহাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন। যার মাধ্যমে মহাকাশ প্রযুক্তিকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর চেষ্টা করা হবে। আফ্রিকান ইউনিয়নের ৫৫টি সদস্য দেশকে একত্রিত করে গঠিত এই সংস্থাটির সদর দপ্তর রয়েছে মিশরের অত্যাধুনিক স্পেস সিটি-তে। জলবায়ু পর্যবেক্ষণ, উপগ্রহ প্রযুক্তির সমন্বয় এবং বৈজ্ঞানিক গবেষণাকে এগিয়ে নেওয়া এই সংস্থার প্রধান লক্ষ্য। এর মাধ্যমে খাদ্য নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অবকাঠামো উন্নয়নের মতো চ্যালেঞ্জ মোকাবিলা করা যাবে। ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ)-এর প্রধানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এএফএসএর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই উদ্যোগ আফ্রিকাকে বৈশ্বিক মহাকাশ অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দী হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
