আমুদরিয়া ডেস্ক: গুয়াহাটির জঙ্গল থেকে উদ্ধার হল ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত অভিনেতা রোহিত বাসফোরের দেহ। কাজের সূত্রে মুম্বইতে থাকলেও রোহিত আদতে অসমের ভূমিপুত্র। মাস খানেক আগেই গুয়াহাটিতে নিজের বাড়ি ফিরেছিলেন তিনি। পরিবারের দাবি, রবিবার বন্ধুদের সঙ্গে গড়ভাঙ্গার জঙ্গলে পিকনিক করতে গিয়েছিলেন রোহিত। আর ফেরেননি। জঙ্গলের ভিতর ঝর্ণার ধারে পাওয়া যায় তাঁর মৃতদেহ।
যদিও অভিনেতার পরিবারের দাবি তাঁদের ছেলেকে খুন করা হয়েছে। তারা দাবি করেছেন, সম্প্রতি রোহিতের সঙ্গে পার্কিং নিয়ে কয়েকজনের ঝামেলা হয়। সেই কারণেই এই ঘটনা হয়ে থাকতে পারে। তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, অভিনেতার শরীরে একধিক আাঘাতের চিহ্ন রয়েছে। মুখে, মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মনোজ বাজপেয়ী অভিনীত ‘Family Man 3’ সিরিজে অভিনয় করেছেন রোহিত। চলতি বছরের নভেম্বরেই মুক্তি পাওয়ার কথা ‘ফ্যামিলি ম্যান সিজন ৩’-এর। প্রথম দুই পর্বের তুমুল জনপ্রিয়তার পর তৃতীয় ভাগ নিয়ে উচ্ছ্বসিত দর্শক। তার আগেই রোহিতের অকাল মৃত্যুর খবরে শোকের ছায়া বিনোদন দুনিয়ায়।