আমুদরিয়া ডেস্ক: মাত্র ছয় মিনিট বাথরুম ব্যবহারের জন্য গুনতে হল ৮০৫ টাকা! রাজস্থানের খাটু শ্যাম মন্দিরে দর্শনে যাওয়ার সময়ের এই অভিজ্ঞতা হয় এক বয়স্ক মহিলার। সোশ্যাল মিডিয়ায় যা শেয়ার করেছেন ওই ভুক্তভোগী মহিলার মেয়ে। ঘটনা সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, গরমে খাটু শ্যামজির দর্শনে যাওয়ার পথে রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন ওই বয়স্কা মহিলা।
আচমকা পেট কামড়াতে শুরু করে এবং মাথা ঘোরা-গা বমির অনুভূতিও হতে থাকে। এতটাই অস্বস্তি হচ্ছিল তাঁর যে তিনি দাঁড়াতেও পারছিলেন না। তাঁর এমন অবস্থা দেখে গোটা পরিবার মরিয়া হয়ে আশপাশে বাথরুম খুঁজতে শুরু করেন। কিন্তু সেখানে কোনও ব্যবহারযোগ্য পাবলিক টয়লেট না থাকায় কাছের এক হোটেলে গিয়ে কথা বলেন। সেখানে শৌচালয় ব্যবহারের পরিবর্তে ওই মহিলার পরিবারের থেকে ৮০৫ টাকা দাবি করা হয়।
মহিলার শারীরিক অবস্থা দেখেও কোনও ছাড় দেওয়া হয়নি বলে হোটেলের বিরুদ্ধে অভিযোগ মহিলার পরিবারের। রীতিমতো বিল করে জিএসটি সমেত ৮০৫ টাকা দাবি করা হয়। সে চার্জও মিটিয়ে দেয় ওই পরিবার। ঘড়ি ধরে মাত্র ৬ মিনিট বাথরুমে কাটিয়েছিলেন ওই বয়স্ক মানুষটি। হোটেল কর্তৃপক্ষের এমন ব্যবহারের কথা শুনে ক্ষুব্ধ নেটিজেনরা। সমাজমাধ্যমে উঠেছে নিন্দার ঝড়।