আমুদরিয়া ডেস্ক: স্পেন, ফ্রান্স এবং পর্তুগালের বিস্তীর্ণ এলাকায় আচমকাই বিদ্যুৎ বিভ্রাট। সোমবার হঠাৎ করেই কারেন্ট চলে যায় স্পেন, ফ্রান্স এবং পর্তুগালের বিস্তীর্ণ অংশে। স্তব্ধ হয় মেট্রো চলাচল। বিঘ্নিত উড়ান এবং মোবাইল পরিষেবাও। দীর্ঘ সময় স্থায়ী হয় এই বিপর্যয়। শুধু স্পেন-পর্তুগাল নয়, স্পেন লাগোয়া ফ্রান্স এবং বেলজিয়ামের বেশ কিছু শহরেও অন্ধকার নামে।
বিদ্যুৎ বিভ্রাটের ফলে সংশ্লিষ্ট দেশগুলির বাসিন্দারা হঠাৎ করেই নানাবিধ সমস্যায় জড়িয়ে পড়েন। টেলিযোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় বলে অভিযোগ। সেইসঙ্গে, বাসিন্দারা তাঁদের মোবাইল নেটওয়ার্কও ব্যবহার করতে না পারার কথা জানিয়েছেন। মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে! তবে কেন এমন পরিস্থিতি তা এখনও জানা যায়নি।