আমুদরিয়া ডেস্ক: দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন এবং তার মিত্রশক্তিদের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর আজ ক্রেমলিনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী ৮ মে থেকে ১০ মে ৭২ ঘণ্টা সামরিক অভিযান বন্ধ রাখবে রাশিয়া। ইউক্রেনকেও এই যুদ্ধবিরতিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
তবে সেই আহ্বান না মেনে ইউক্রেনের পক্ষ থেকে যদি যুদ্ধবিরতির সময় রাশিয়ার উপর হামলা চালানো হয়, সেই ক্ষেত্রে রুশ সশস্ত্র বাহিনী ‘পর্যাপ্ত এবং কার্যকর প্রতিক্রিয়া’ দেবে, বলে জানিয়েছে ক্রেমলিন। সম্প্রতি খ্রিস্ট ধর্মাবলম্বীদের উৎসব ‘ইস্টার’ উপলক্ষে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া। তবে ওই এক দিনের যুদ্ধবিরতির সময়েও দু’পক্ষই একে অন্যের উপর হামলা চালিয়েছিল বলে অভিযোগ। প্রসঙ্গত, তিনবছর ধরে ভয়ংকর যুদ্ধ চলছে রাশিয়া-ইউক্রেনের মধ্যে। টানা যুদ্ধের ফলে বিধ্বস্ত ইউক্রেন। আন্তর্জাতিক মহলের তরফে বিভিন্ন সময় আবেদন জানানো হলেও যুদ্ধ থামেনি। দুদিন আগেই কিয়েভে মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনা।