আমুদরিয়া নিউজ : হাতে কাগজপত্র নিয়ে এক ব্যক্তি এক অফিসে এসে উপস্থিত হলেন। বাইরে টেবিল নিয়ে দুজন কর্মচারী বসে ছিলেন। তাদেরকে বললেন, দাদা চেমিস্ট্রি ল্যাবটা কোথায় ? কর্মচারীরা বললেন, জানি না। ভদ্রলোক এবার আরেকজনকে সামনে পেলেন। তাকেও জিজ্ঞাসা করলেন, দাদা চেমিস্ট্রি ল্যাবটা কোথায় ? তিনি বললেন, দেখুন ওটা চেমিস্ট্রি ল্যাব না কেমিস্ট্রি ল্যাব। সিএইচ একসাথে থাকলে ক এর মতো উচ্চারণ হয়। কেমিস্ট্রি ল্যাব আগে গিয়ে ডান দিকে পড়বে। ভদ্রলোক বুঝতে পারলেন। তিনি ধন্যবাদ জানাতে গিয়ে দেখলেন উত্তর বাতলানো ভদ্রলোকের জামায় নামের ট্যাগ লাগানো। নামের বানান সি এইচ ও পি আর এ। তিনি ধন্যবাদ জানিয়ে বললেন, ধন্যবাদ মিস্টার কোপড়া।
