আমুদরিয়া নিউজ : আজ, শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্য সম্পন্ন হবে। তিনি ৮৮ বছর বয়সে ইস্টারের পরের দিন, সোমবারে প্রয়াত হন। ক্যাথলিক চার্চের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে। সেখানে ৫০ জনেরও বেশি বিশ্বনেতা এবং ১১ জন শাসক রাজারা উপস্থিত থাকবেন। যাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং এশিয়ার বৃহত্তম ক্যাথলিক জাতির প্রধান ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
রোমের রাস্তা এখন যেমন ভিড়ে ঠাসা তেমনই শোকস্তব্ধ। অসংখ্য মানুষ সেখানে লাইন দিয়ে জমায়েত হয়েছেন। শেষ বারের মতো সকলেই একবার পোপকে দেখতে চান, তাঁকে শেষ বিদায় জানাতে চান। ভ্যাটিকান সেন্ট পিটার্স স্কোয়ারে প্রায় ২ লক্ষ ৫০ হাজার লোকের সমাগম এবং ভ্যাটিকান সিটি থেকে রোম হয়ে ব্যাসিলিকা ডি সান্তা মারিয়া ম্যাগিওর পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তায় আরও দশ লক্ষ লোকের সমাগমের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিশ্বের ১.৪ বিলিয়ন ক্যাথলিকদের মধ্যে অনেকেই টিভিতে প্রথম ল্যাটিন আমেরিকান পোপের শেষকৃত্য দেখবেন। অনেকে সেন্ট পিটার্স ব্যাসিলিকার ভেতরে এই কয়েকদিন ধরে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে যান। শুক্রবার রাতে গির্জার ভারপ্রাপ্ত প্রধান কার্ডিনাল ক্যামেরলেঙ্গো কেভিন ফ্যারেলের নেতৃত্বে একটি ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে তার কফিন আনুষ্ঠানিকভাবে সিল করা হয়।