আমুদরিয়া নিউজ : ভূস্বর্গ ভয়ঙ্কর সুন্দর। হয়ত এতদিন অবধি আমরা এটাই বিশ্বাস করতাম। কিন্তু, একটা ধাক্কা সবকিছু তছনছ করে দিল। ভারতের সুইটজারল্যান্ড পাহেলগাম আজ নরকে পরিণত হয়েছে। হয়ত এই মুহূর্তে ভারতবাসীর কাছে সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটাই হবে কাশ্মীর। ধর্ম, রাজনীতি, একে অপরকে দোষারোপ সবই হবে শুধু সেই নিরীহ মানুষ গুলো আর ফিরে আসবেন না। আর হয়ত কোন দিনও কেউ মনে আনন্দ নিয়ে কাশ্মীরে বেড়াতে যেতে পারবেন না। মঙ্গলবার পাহেলগামে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জনেরও বেশি মানুষ। তাঁদের মধ্যে ৩ জন ছিলেন বাংলার। তার পরপরই কাশ্মীরে শান্তির দাবিতে বন্ধের ডাক দেন সেখানের বাসিন্দারা। ভয়ে, আতঙ্কে বহু পর্যটক যত দ্রুত সম্ভব নিজের বাড়িতে ফিরে আসছেন। এখন কাশ্মীরের এক বিপরীত চেহারা উঠে এসেছে। জমজমাট থাকা ডাল লেকে আজ একটা পর্যটকও নেই। আজ আর কেউ বাজারে কাশ্মীরি জামাকাপড় কিনতে যাচ্ছেন না। কাশ্মীরে পর্যটক এখন প্রায় নেই বললেই চলে। আর ভবিষ্যতেও কাশ্মীরে আর তেমন পর্যটক আসবেন কিনা তা নিয়েও সন্দেহপ্রকাশ করেছেন অনেকেই।
