আমুদরিয়া নিউজ : সোশ্যাল মিডিয়ায় শরবত নিয়ে ধার্মিক কটূক্তি ও জিহাদের প্রসঙ্গ তুলে ভিডিও পোস্ট করায় মঙ্গলবার দিল্লি হাইকোর্টের তীব্র সমালোচনার মুখে পড়েন যোগগুরু ও আয়ুর্বেদিক কোম্পানি পতঞ্জলির অধিষ্ঠাতা বাবা রামদেব। প্রসঙ্গত তিনি তাঁর কোম্পানির ঠাণ্ডা পানীয়র একটি অ্যাডে হামদর্দের জনপ্রিয় পানীয় রুহ আফজা নিয়ে কটূক্তি করছিলেন। তিনি দাবি করেন যে, ওষুধ ও খাদ্য কোম্পানিটি তাদের টাকা মসজিদ ও মাদ্রাসা নির্মাণের জন্য ব্যবহার করছে এবং পানীয়টিকে শরবত জিহাদের অংশ হিসেবে উল্লেখ করেন।
