আমুদরিয়া নিউজ : মঙ্গল নিয়ে মানুষের কল্পনার অন্ত নেই। তবে এবার মঙ্গল গ্রহ নিয়ে বিরাট ভাবনা এল নাসার মনে। মঙ্গলে নাকি সোনার খনি রয়েছে। নাসার রোভার যে পাথরের ছবি দিয়েছে সেখান থেকে এমনটাই অনুমান করা হয়েছে। নাসার রোভারটি মঙ্গলে ঘুরছিল। ঠিক সেই সময় তার চাকা একটি জায়গায় আটকে যায়। সেই পাথরটির ছবি তুলে পাঠানোর পরই নাসার বিজ্ঞানীদের চোখ কপালে উঠে গিয়েছে। তারা মনে করছেন এটি একটি সোনার পাথর। রোভার মঙ্গল থেকে সাতটি পাথরের ছবি দিয়েছে। তাদের মধ্যে এই পাথরের রং সব থেকে বেশি চিন্তায় ফেলেছে নাসাকে। বিগত ৪ মাস ধরে রোভার ঘুরছে মঙ্গলের মাটিতে। তবে এই পাথরের রং একেবারে আলাদা।
