আমুদরিয়া নিউজ : ২১ এপ্রিল, ২০২৫-এ ১৭ তম জাতীয় সিভিল সার্ভিস ডে পালন করল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই উপলক্ষে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, বর্তমান নীতিগুলো আগামী হাজার বছর ধরে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। তিনি সমন্বিত উন্নয়নের ওপর জোর দেন, যাতে কোনো গ্রাম, পরিবার বা নাগরিক পিছিয়ে না থাকে। প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের দরিদ্রদের সমস্যা মন দিয়ে শুনতে এবং তা সমাধানে জোর দিতে বলেন। এদিন উৎকৃষ্ট প্রশাসনিক কাজের জন্য প্রধানমন্ত্রীর পুরস্কার দেওয়া হয়। ১৯৪৭ সালের এই দিনে স্বাধীন ভারতের প্রথম গৃহমন্ত্রী সরদার বল্লভভাই প্যাটেল দিল্লির মেটকাফে হাউসে প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। তিনি সরকারি কর্মকর্তাদের “ভারতের ইস্পাত কাঠামো” বলে অভিহিত করেছিলেন। ২০০৬ সাল থেকে প্রতি বছর ২১ এপ্রিল এই দিবস পালন করা হয়।
