আমুদরিয়া নিউজ : পৃথিবী যখন অর্থ দিয়ে চলছে, অর্থের পেছনে ছুটছে, তখন তিনি অর্থ ছাড়াই জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রায় এক দশক আগে তিনি ছেড়ে দিয়েছেন অর্থের লেনদেন। বর্তমানে চাষবাস করে বেঁচে আছেন জো নেমেথ নামের ওই মহিলা। মানুষের ফেলে দেওয়া জিনিস পুনর্ব্যবহার করতেও পিছপা হন না তিনি। অনেকেই দাঁত মাজার মাজন ফেলে দেন। সেই টিউবগুলি কুড়িয়ে তার ভিতর থেকে মাজন বার করে ব্যবহার করেন। এ ছাড়া তাঁর প্রিয়জনরাও নানান ভাবে সাহায্য করেন তাঁকে। ৫৬ বছর বয়সি জো পৃথিবীর আর্থিক বৈষম্য নিয়ে মোটেই খুশি নন। যেভাবে অর্থের উপরেই পৃথিবী চলছে তাও পছন্দ নয় তাঁর। তাই ২০১৫ সালে তিনি সিদ্ধান্ত নেন, চাইলেই যে পৃথিবীকে আরও সহজ সরল বানানো যায়, তার উদাহরণ তৈরি করবেন। সেই লক্ষ্যেই তাঁর এই অর্থ বর্জন।
