আমুদরিয়া নিউজ : রাজস্থান পুলিশের অ্যান্টি গ্যাংস্টার টাস্ক ফোর্স লরেন্স বিষ্ণোই এবং রোহিত গোদারা গ্যাংয়ের একজন সদস্যকে দুবাইতে আটক করেছে। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার একজন কর্মকর্তা এই তথ্য জানান। তিনি জানান, অভিযুক্ত আদিত্য জৈন ওরফে টনিকে দুবাই থেকে জয়পুরে নিয়ে এসেছে। অতিরিক্ত মহাপরিচালক দীনেশ এম.এন. জানান, যে অভিযুক্তরা বিদেশে বসেই গ্যাংয়ের জন্য হুমকি কলের ব্যবস্থা করত।
