আমুদরিয়া নিউজ : বাড়িতে বসেছিলেন কানাডার এক তরুণী। হঠাৎ মাথা ঘোরা শুরু হয়। মনে হচ্ছিল তিনি মদ খেয়ে নিয়েছেন যেন। হ্যাঁ। নেশা হলে যেমন মাথা ঘোরে তেমনি মাথা ঘুরছিল তার। ডাক্তার দেখিয়ে তিনি নিজেই অবাক। রিপোর্টে ধরা পড়ে তার রক্তে অ্যালকোহল রয়েছে। তবে তরুণী এক বিন্দুও মদ খাননি। ডাক্তারিতে একে বলে অটোব্রিউয়ারি সিন্ড্রোম। এতে মদ না খেলেও নেশা হওয়ার মতো মাথা ঘোরে। গা বমি বমি করে।
