আমুদরিয়া নিউজ : দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত জানিয়েছে যে তারা এই শুক্রবার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করার বিষয়ে রায় দেবে। তাঁরা ইউনের রাজনৈতিক ভাগ্য নিয়ে আলোচনা করছেন। তাঁর সামরিক আইন আরোপের কারণেই বিশাল রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছিল যা জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।
