আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খোয়াড়ডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ছোট দলদলি এলাকায় রায়ডাক নদী থেকে অবৈধভাবে বালি তোলার কাজ চলছে জেসিবি ও পকলিন জাতীয় খনন যন্ত্র দিয়ে। সেই বালি ট্রাক ও ডাম্পারে বোঝাই করে পাচার হয়ে যাচ্ছে বিভিন্ন এলাকায়। এই অবৈধ কারবারে জড়িয়ে আছে
পাচারকারীদের একটি সিন্ডিকেট। ছোট দলদলি ও পশ্চিমচেংমারি এলাকার বাসিন্দারা জানান সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ বালির কারবারিরা ফুলে ফেঁপে উঠছে, আর ধ্বংস করছে নদীর স্বাভাবিক ছন্দকে। যন্ত্রের সাহায্যে অপরিকল্পিতভাবে নদী খাতে খনন কার্যের ফলে নদী হারাচ্ছে তার স্বাভাবিক গতিপথ। একারনে বর্ষা এলেই শুরু হবে প্রবল নদীভাঙ্গন। নদীতে অবৈধ খনন বন্ধ না হলে আসন্ন বর্ষায় নদী ভাঙ্গনে তলিয়ে যাবে তাদের ঘরবাড়ি জমি জিরেত। এই কারন দেখিয়ে বাসিন্দারা একজোট হয়ে বন্ধ করে দিয়েছেন নদী থেকে বালি খননের কাজ। তাদের দাবি অবৈধভাবে ও অপরিকল্পিতভাবে নদী খননের কাজ করা যাবেনা। ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সূত্রে জানা গেছে এই মুহুর্তে কুমারগ্রাম ব্লকের কোনো নদীতেই খনন করে বালি পাথর তোলার সরকারি অনুমতি নেই। কুমারগ্রাম ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দীপক দাস জানান বিষয়টি তার জানা নেই, খোঁজ খবর করে ব্যবস্থা গ্রহন করা হবে বলে আশ্বাস দেন তিনি। অপরদিকে কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাও জানান বিষয়টি তিনি মূখ্যমন্ত্রীকে আগেই জানিয়াছেন কিন্তু কুমারগ্রাম ব্লকের বিভিন্ন নদীতে বালি মাফিয়ারা শাসক দলের মদতে অবৈধ বালির কারবার চালিয়ে যাচ্ছে। তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক জানান বিধায়ক রাজনৈতিক স্বার্থে এমন কথা বলছেন, বালি কারবা
Leave a Comment