আমুদরিয়া নিউজ : একদিকে যখন ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছেন, ঠিক সেই সময়েই বৃহস্পতিবার রাতে ইউক্রেনের বন্দর শহর ওডেসায় একটি বৃহৎ ড্রোন হামলা চালাল রাশিয়া। ফলত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ৩ জন আহত হয়। জেলেনস্কি বলেন, বৃহস্পতিবার রাতভর মধ্য ইউক্রেনের কিরোভো হ্রাদ অঞ্চলে প্রায় ২০০টি ড্রোন আঘাত হানে, যার ফলে ১০ জন আহত হয়। একাধিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
