আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ার জেলার কালচিনি চা বাগানে বকেয়া মেটানোর দাবিতে কাজ বন্ধ বিক্ষোভ করেন চা শ্রমিকরা। অভিযোগ, বারবার বাগানের মালিকানা বদল হলেও শ্রমিকদের বকেয়া পরিশোধ করছেন না কেউই। জানা গিয়েছে, বেশ কিছুদিন বন্ধ থাকার পর ফেব্রুয়ারি মাসে নতুন মালিকের হাতে বাগানের মালিকানা হস্তান্তর করা হয়। নতুন মালিক ১৫ ফেব্রুয়ারির মধ্যে বকেয়া মেটানোর প্রতিশ্রুতি দিলেও এখনও পর্যন্ত কোনও বকেয়াই মেলেনি। এমনকি চলতি মাসের মজুরিও দেওয়া হয়নি। শ্রমিকদের দাবি, মালিক হিসাবে যেই আসুকনা কেন তাঁরা যেন দ্রুত সকলের বকেয়া মিটিয়ে দেয়।
