আমুদরিয়া নিউজ : পাঁচদিনের সফরে ভারতে এসেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন। সোমবার তাঁর সাথে আলোচনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ভারত ও নিউজিল্যান্ড পারস্পরিকভাবে লাভজনক একটি মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। দুধ ও কৃষির মতো বহু ক্ষেত্রে জটিলতার কারণে ২০১৫ সাল থেকে দুই দেশের মধ্যে এই বাণিজ্য বন্ধ ছিল। তাই দুই দেশের মধ্যে পুনরায় বাণিজ্যের সম্পর্ক গড়ে তুলতেই আলোচনায় বসেছেন তাঁরা।