আমুদরিয়া নিউজ : রাজ্য পরিচালিত মদ কর্পোরেশন তাসম্যাকে দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে বিক্ষোভের সময় চেন্নাইতে তামিলনাড়ু পুলিশ তামিলসাই সৌন্দরারাজন সহ অন্যান্য বিজেপি নেতাদের আটক করেছে। এই বিক্ষোভ সোমবার সকাল ১১ টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের কড়াকড়িতে তা স্থগিত হয়ে গিয়েছিল। বিজেপি ২০২১ সাল থেকে তাসম্যাকে ১০০০ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ করেছে।
