আমুদরিয়া নিউজ : ইলন মাস্ক কি আমেরিকায় সরকার পরিচালনার কাজেও এআই মানে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে চান? এমন প্রশ্নে হইচই হচ্ছে আমেরিকায়। কারণ, ডিপার্টমেন্ট অফ গভর্মেন্ট এফিসিয়েন্সি বিভাগের ১ হাজার জনের বেশি কর্মীকে ছাটাই করা হয়েছে। সেই জায়গায় কি এআই ব্যবহার করে চালানো হবে! যদি তা হয় তা হলে ভাল হতে পারে বলে কয়েকজন এআই বিশেষজ্ঞ মনে করেন। কিন্তু, আরেকপক্ষ দাবি করেছেন, অতীতে এআই ব্যবহার করে নানা ধরনের সমস্যা হয়েছিল।
