আমুদরিয়া নিউজ : বন্যপ্রাণীদের জন্য মারাত্মক রোগ ট্রাইপ্যানোসোমার প্রথম ঘটনাটি উত্তরবঙ্গে পাওয়া গেল। একটি হাতির বাচ্চা বিরল রোগে আক্রান্ত, যা বন বিভাগ এবং বন্যপ্রাণী প্রেমীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে। ভারতে এর আগে এরুপ ঘটেছে কিনা তা, খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু, এর পরই ক্ষোভের মুখে পড়ে বন বিভাগ। কারণ, জানা গিয়েছে, এক বছর আগে বৈকুণ্ঠপুর, সুখিয়াখোলা এবং মহানন্দা অভয়ারণ্যে ট্রাইপানোসোমায় পরপর পাঁচটি হাতি মারা গেছে। এই রোগে প্রাণীরা মূলত বিরল জাতির পরজীবী দ্বারা আক্রান্ত হয়। এখনও পর্যন্ত কটি জন্তু এই রোগের শিকার হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
