আমুদরিয়া নিউজ : মেক্সিকোর সুপ্রিম কোর্ট বুধবার একটি চিড়িয়াখানাতে এলি নামের আফ্রিকান হাতির স্বাস্থ্যের উন্নতির দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রথমবার দেশটির সর্বোচ্চ আদালত কোনো পশুর পক্ষে এমন পদক্ষেপ নিয়েছে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, এটি মেক্সিকোতে পশুর অধিকারের স্বীকৃতির ক্ষেত্রে একটি নজির গড়তে পারে।
আইনজীবীরা জানিয়েছেন, এলির সঙ্গী ছিল ম্যাগি। সে মারা যাওয়ার পর থেকে এলি বিষণ্নতায় ভুগছে। এলি তার ঘরের দেওয়ালে মাঝেমধ্যেই শরীর দিয়ে আঘাত করে এবং ওজন কমায়। তাই তাকে বিশ্বের সবচেয়ে দুঃখিত হাতি বলা হয়ে থাকে। পশুদের অধিকার রক্ষার গ্রুপ ওপেনিং কেজেস অ্যান্ড ওপেনিং মাইন্ডসের প্রতিষ্ঠাতা এবং পরিচালক ডায়ানা ভ্যালেন্সিয়া এলিকে দেখতে গিয়েছিলেন। তিনি জানান, এলির অবস্থা দেখে তাঁর মন ভেঙে গিয়েছিল। তিনি এলিকে সুস্থ করবেন বলে ঠিক করেন।
এলির বয়স ৪৩ থেকে ৪৫ বছরের মধ্যে অনুমান করা হয়। তাকে একটি সার্কাস থেকে উদ্ধারের পর থেকে ১৩ বছর ধরে মেক্সিকো সিটির সান জুয়ান দে আরাগন চিড়িয়াখানায় রাখা হয়েছে। ভ্যালেন্সিয়া জানান, চিড়িয়াখানা কর্তৃপক্ষ জনসাধারণের চাপে পড়ে এলির জীবনযাত্রার অবস্থার উন্নতি করেছে। আইনজীবী সার্জিও মেন্ডেজ সিলভা বলেছেন, কোনও প্রাণীই বন্দি অবস্থায় ভাল থাকতে পারে না। তাঁর মতে বন্দিদশা যে কোনও পশু বিশেষ করে হাতিকে মানসিক ভাবে ভীষণ আঘাত করে। তাই হাতিটিকে চিড়িয়াখানায় থেকে বের করে বনে রেখেই নজরদারি করা উচিত বলে তিনি মনে করেন।