আমুদরিয়া নিউজ : অসম বাংলা সীমানায় একত্রিশ/সি জাতীয় সড়কে কুমারগ্রাম থানা এলাকা লাগোয়া বক্সীরহাট থানার অন্তর্গত ভাঙ্গাপাকড়ি নাকা চেকিং পয়েন্টে মঙ্গলবার ভোরে নাকা চেকিংএ জোড়াই ফাঁড়ির পুলিশ দুটি কন্টেনার আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে একটি কন্টেনার থেকে উদ্ধার হয় পঁচিশটি ও আরেকটি কন্টেনার থেকে উদ্ধার হয় বত্রিশটি মহিষ। মহিষগুলির কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় কন্টেনারের চালকদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় বক্সীরহাট থানায় মামলা রুজু করে তুফানগঞ্জ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মহিষগুলি বিহার থেকে নিয়ে আসা হয়েছে, অসম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দ্যেশ্যে। কন্টেনার সহ মহিষগুলিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাচার চক্রের সন্ধানে তদন্ত শুরু করেছে বক্সীরহাট থানার পুলিশ।